জীবন বিজ্ঞান থেকে আরো প্রশ্ন

Show Important Question


41) মানুষের সুইমিং-এর প্রধান উদ্দেশ্য হল—
A) পুরো শরীরকে ভাসিয়ে রাখা
B) পুরো শরীরকে ভাসিয়ে এগিয়ে নিয়ে চলা
C) শুধুমাত্র মস্তিষ্ককে ভাসিয়ে রাখা
D) মস্তিষ্ক বাদে দেহ বা ধড়কে ভাসিয়ে রাখা

42) ‘টিবিয়া’ নামক হাড়টি থাকে মানুষের
A) করোটিতে
B) হাতে
C) পায়ে
D) মুখে

43) কাইনেটিক এনার্জি-এর কোন্ পরিবর্তনে দেহের প্রচলন বেগ দ্বিগুণ হয়?
A) অর্ধেক
B) দ্বিগুণ
C) এক-চতুর্থাংশ
D) চতুগুণ

44) C2 চক্র অন্য কী নামে পরিচিত?
A) ক্রেবস চক্র
B) গ্লাইকোলিসিস চক্র
C) গ্লাইকোলেট চক্র
D) E.M.P. চক্র

45) ওয়াটসন ও ক্রিক কি আবিষ্কারের জন্য বিখ্যাত?
A) প্লাজমোডিয়াম ভাইভক্সের জীবন ইতিহাস
B) ভ্যাক্সিনিয়া
C) DNA-এর গঠন
D) অ্যান্টিবডি

46) পিনোসাইটোসিস পদ্ধতিতে গৃহীত হয়—
A) কঠিন খাদ্য
B) তরল খাদ্য
C) কঠিন তরল খাদ্য
D) অর্ধতরল খাদ্য

47) প্রকৃতিতে কতগুলি অ্যামিনো-অ্যাসিড আছে?
A) 10
B) 20
C) 30
D) 40

48) জলরন্ধ্র দিয়ে বিন্দু আকারে জল নিঃসরণকে কি বলে—
A) মিউটেশান
B) গাটেশান
C) সাবলিমেশান
D) ডিটেনশান

49) অ্যাসকারিয়াসিসের সংক্রমণ কিসের মাধ্যমে হয়?
A) দূষিত বায়ু দ্বারা
B) দূষিত জল
C) সংক্রমিত খাদ্য
D) ব্যাকটেরিয়া

50) hydroponics হচ্ছে উদ্ভিদের পরিচর্যা করার একটি বিশেষ পদ্ধতি একটি বিশেষ জিনিস ব্যবহার করে—
A) জল
B) আলো
C) বালি
D) মাটি

51) ফ্রিজে রাখা খাবার টাটকা থাকার কারণ কোনটি ?
A) ব্যাকটেরিয়া ধবংস হয়
B) রাসায়নিক বিক্রিয়া ত্বরান্বিত হয়
C) জল কেলাস উৎপন্ন করে
D) রাসায়নিক বিক্রিয়া মন্দীভূত হয়

52) --------- এর জল সরবরাহের জন্য বিশেষ কলা রয়েছে
A) থ্যালোফাইটা
B) ফাঙ্গাই
C) ব্রাইওফাইটা
D) জিমনোস্পার্ম

53) কোন প্রাণী জল পান করে না?
A) তিমি মাছ
B) ব্যাঙ
C) পাখি
D) বানর

54) অ্যান্টি পেলেগ্রা ফ্যাক্টর নীচের কোনটিকে বলা হয়?
A) কোবালামিন
B) নিয়াসিন
C) থায়ামিন
D) রাইবোফ্ল্যাবিন

55) নীচের কীসে অক্সালিক অ্যাসিড থাকে?
A) তেঁতুল
B) আমরুল
C) লেবু
D) বট

56) যকৃতের মাস্ট কোষ থেকে কি নিঃসৃত হয়--
A) পেপসিন
B) লাইপেজ
C) হেপারিন
D) হাইড্রোক্লোরিক অ্যাসিড

57) প্যারা টাইল বা অক্সিনটিক কোষ থেকে নিম্মের কি ক্ষরিত হয়--
A) সোরাম
B) হাইড্রোক্লোরিক অ্যাসিড
C) পেপসিন
D) গ্যাস্ট্রিক

58) ফরমিক অ্যাসিড কোন প্রাণীতে পাওয়া যায় ?
A) ড্রসোফিলা মাছি
B) কোবরা সাপ
C) ছারপোকা
D) লাল পিপড়ে

59) পেশির ক্লান্তির জন্য দায়ী কে?
A) ATP
B) ADP
C) কার্বলিক অ্যাসিড
D) ল্যাকটিক অ্যাসিড

60) দুধ দই তে পরিণত হলে কি উৎপন্ন হয়--
A) ল্যাকটোজ
B) ল্যাকটিক অ্যাসিড
C) স্যালিসাইলিক এসিড
D) লিনোলেইক এসিড